সে ছিল জড়িয়ে কিছু এই ভাবে, দেহ ও প্রাণের
পরিবেষ্টন, যত ক্ষণ সে ছিল নিঃশ্বাসে
অন্তর্নিহিত, আমি কিন্তু ছিলাম
না নিজের মাঝে, শুধুই
এক ভ্রাম্যমান -
পথিক
তার পথের অনুগামী, শরীর তখন এক প্রতীক
মাত্র, শুধুই এক কাঠের পুতুল, নিঃশ্বাসের
দড়ি তখন তার হাতে, মায়াবী
রোদ্র ছায়ার মাঝে প্রাণ
করে গেছে,
বৃষ্টিবিন্দুর সুরে অবিরাম নৃত্য ! আমার ইচ্ছা
অনিচ্ছা সে মুহুর্তে ছিল, কেবল রঙ্গীন
মোমবাতি, তার পরশের স্ফুলিঙ্গ,
বুকের মাঝে জ্বালিয়ে -
গেছে গভীর
প্রণয়ের আগুন, মহুয়ার বনে তখন পুংহরিণের
রহস্যময়ী চিৎকার ! কস্তুরী গন্ধ অথবা
দাবানলের আভাস তখন বাতাসে,
বলা মুশকিল - -
* *
- শান্তনু সান্যাল
unknown source art 14
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন