সোমবার, ২৯ জুলাই, ২০১৩

দৃষ্টি সীমার অপর ধারে - -

দৃষ্টি সীমার অপর ধারে দাঁড়িয়ে রয় সে 
এক অপূর্ব অনুভূতি, লৌকিক কি 
অলৌকিক, শুধুই চোখের 
ভাবনা, আলোক -
ভেদ্য ওই 
প্রেমের পরিভাষা সহজ নয় শব্দে বাঁধা,
সে এক ছায়াপথ অথবা তিমির 
ভরা ভূগর্ভস্থ গুহা পথ, 
পাড়ি না দিলে 
বোঝা -
খুবই জটিল, যেখানে দেহের অনুরঞ্জন 
শুধুই আকালিক ! আত্ম উচ্ছ্বাস 
চিরকাল অপরিসীম, মহা -
শুন্যে ভেসে রয় 
হৃদয়ের 
সেই শাশ্বত সুরভি, যাকে ছুঁয়ে তার - - 
অস্তিত্ব হয় উঠে সুধাময়  - - 
* * 
- শান্তনু সান্যাল 

http://sanyalsplanet.blogspot.com/
unknown source art Indian

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন