মধ্য রাতের সে এক দ্রুত দূরগামী ট্রেন,
আলো নিয়ে বুকে, যায় দৌড়িয়ে
কুয়াশা ভরা উপত্যকার
ওপারে, রেলপথের
ধারে একাকী
জীবন
বসে রয়, নিরুদ্দেশ শিশুর রূপে, দেখে -
যায় ডুবন্ত তারা, চাঁদের দ্রাবণ,
বুনো ফুল গাছের শীর্ষে
জোনাকির মৌন
জাগরণ !
বহু দূর ঠিক পাহাড়ের ঢালে, দুই বন্য -
নদীর সঙ্গমস্থলে, তোমার অবুঝ
ভালবাসা, ভিজে রয়
জোছনার
সিক্ত আলোয়, আকাশ পথে ভেসে যায়
পরিযায়ী পাখির ঝাঁক, রাত্রি -
শেষে কে যেন রেখে যায়
নিঃশব্দ পায়ে, ঠিক
দরজার মুখে,
ছেঁড়া
ভাবনার খামে, কিছু অদেখা স্বপ্নের - -
ভুল ঠিকানা হতে ফিরে আসা
বিবর্ণ, গন্ধহীন চিঠি !
নিরুদ্দেশ শিশু,
নির্জন
প্ল্যাটফর্মের শেষপ্রান্তে দাঁড়িয়ে দেখে,ওই
চেনা পৃথিবী এক রাতে সরে
গেছে অনেক দূরে - -
* *
- শান্তনু সান্যাল
Hawkesbury art
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন