মঙ্গলবার, ৩০ জুলাই, ২০১৩

অজানা ঘাটের সন্ধান - -

ওই আকুল আকাঙ্ক্ষা দাঁড়িয়ে রয় যেন 
আধ খোলা দরজার মুখে, নিয়ে 
হাতে জোছনায় ভেজা 
কিছু রাতের 
পুষ্প, 
নীরব চোখে বলতে চায় মনের ব্যথা -
জীবন তখন দ্বিধাগ্রস্ত, বুঝে 
উঠতে পারে না, অশ্রু 
ও নীহার বিন্দুর 
মাঝের 
পার্থক্য, তার প্রেমের বৃত্তে কিছু ফিনিক 
কণা অথবা চমৎকার প্রবঞ্চনা
ঘুরে অবিরাম অনুক্রমে, 
বাস্তব কি মায়াবী 
তার হাসির 
মাঝে 
মন খুঁজে ভালবাসার বলিষ্ঠ পৃষ্ঠতল - - 
দেহ তখন মাঝিবিহীন নৌকো 
ভেসে রয় মধ্য প্রবাহে,
অজানা ঘাটের 
সন্ধানে !
* * 
- শান্তনু সান্যাল 

http://sanyalsplanet.blogspot.com/
art of Marshall Williams

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন