অনিঃশেষ তার অপেক্ষা আর আমার
উচ্ছৃঙ্খল ভাসন, অন্তহীন তার
প্রণয়ের পরিধি, বেঁধে
রাখতে চায় সে
মম অস্তিত্ব,
নিজের আবর্তন - বিন্দুর মাঝে, কি
ভাবে বোঝাই তাকে, আমি
কবে যে বিলীন, তার
অন্তরতমের -
ভিতরে,
পরিপূর্ণ দ্রবণ, সে কেন যে খুঁজে - - -
পঞ্চতত্বের রূপে, আমি যে
বিলুপ্ত তার নিঃশ্বাসে,
বুঝি না তার
কিসের
অবুঝ সন্ধান, তার ওই প্রতিচ্ছায়ায়
অঙ্কিত মম পূর্ণ জীবন, জানি
না কিসের বিহ্বলতা করে
মন্থন, তার কাচিক
ভাবনা !
আমি তার করতলের প্রজাপতি - - -
কিঞ্চিত কম্পনে যাই উড়ে,
বর্ষাবনের ওপারে,
মহাসিন্ধুর
পারে,
যাযাবর আমার দেহ, প্রাণ রাখে সে -
নিজের বুকে শক্ত ধরে - -
* *
- শান্তনু সান্যাল
http://sanyalsplanet.blogspot.com/
art by Gautam Patole - India
উচ্ছৃঙ্খল ভাসন, অন্তহীন তার
প্রণয়ের পরিধি, বেঁধে
রাখতে চায় সে
মম অস্তিত্ব,
নিজের আবর্তন - বিন্দুর মাঝে, কি
ভাবে বোঝাই তাকে, আমি
কবে যে বিলীন, তার
অন্তরতমের -
ভিতরে,
পরিপূর্ণ দ্রবণ, সে কেন যে খুঁজে - - -
পঞ্চতত্বের রূপে, আমি যে
বিলুপ্ত তার নিঃশ্বাসে,
বুঝি না তার
কিসের
অবুঝ সন্ধান, তার ওই প্রতিচ্ছায়ায়
অঙ্কিত মম পূর্ণ জীবন, জানি
না কিসের বিহ্বলতা করে
মন্থন, তার কাচিক
ভাবনা !
আমি তার করতলের প্রজাপতি - - -
কিঞ্চিত কম্পনে যাই উড়ে,
বর্ষাবনের ওপারে,
মহাসিন্ধুর
পারে,
যাযাবর আমার দেহ, প্রাণ রাখে সে -
নিজের বুকে শক্ত ধরে - -
* *
- শান্তনু সান্যাল
http://sanyalsplanet.blogspot.com/
art by Gautam Patole - India
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন