আরোহণ ও অবরোহণের মাঝে থাকে,
খুবই সুক্ষ্ম দুরুত্ব, স্থায়িত্ব বলতে
কিছুই নেই, এক হালকা
হাওয়ার ঝাপটায়
ধুলিসাত
ভাবনার অমরলতা ! বাউণ্ডুলে তার
ভালবাসা ধরা দিতেই চায় না,
শুধুই ভেসে রয় বাউল
গানের সুরে, দেশ
বিদেশে,
পুকুর পার হতে, উড়ে উড়ে বেড়ায়
চড়ই ঝাঁকের সাথে, কখনো
টেলিফোনের তারে
কখনো ওই
নেড়া
খেজুর গাছের মাথায়, অহর্নিশ এক -
টলমলানি, ওই অস্থিরতার
মাঝে, জীবন যেন
বৈষ্ণবী !
বেঁধে রাখতে চায় তার আলোড়ন -
বুকের এক তারার সাথে,
যদিও,এই সুখ খুবই
চঞ্চল,বিহানের
জনবিরল
আঁধারে, কখন হবে হঠাৎ নিখোঁজ !
বলা খুবই কঠিন, তাই পাগল
মন, সারা রাত জাগে,
চেয়ে রয় অবিরাম
শিকল -
আঁটা দ্বারের দিকে, তবুও আটকানো
কি যায় তাকে - -
* *
- শান্তনু সান্যাল
http://sanyalsplanet.blogspot.com/
Artist -KUSAL MUKHERJEE - KOLKATA - INDIA
খুবই সুক্ষ্ম দুরুত্ব, স্থায়িত্ব বলতে
কিছুই নেই, এক হালকা
হাওয়ার ঝাপটায়
ধুলিসাত
ভাবনার অমরলতা ! বাউণ্ডুলে তার
ভালবাসা ধরা দিতেই চায় না,
শুধুই ভেসে রয় বাউল
গানের সুরে, দেশ
বিদেশে,
পুকুর পার হতে, উড়ে উড়ে বেড়ায়
চড়ই ঝাঁকের সাথে, কখনো
টেলিফোনের তারে
কখনো ওই
নেড়া
খেজুর গাছের মাথায়, অহর্নিশ এক -
টলমলানি, ওই অস্থিরতার
মাঝে, জীবন যেন
বৈষ্ণবী !
বেঁধে রাখতে চায় তার আলোড়ন -
বুকের এক তারার সাথে,
যদিও,এই সুখ খুবই
চঞ্চল,বিহানের
জনবিরল
আঁধারে, কখন হবে হঠাৎ নিখোঁজ !
বলা খুবই কঠিন, তাই পাগল
মন, সারা রাত জাগে,
চেয়ে রয় অবিরাম
শিকল -
আঁটা দ্বারের দিকে, তবুও আটকানো
কি যায় তাকে - -
* *
- শান্তনু সান্যাল
Artist -KUSAL MUKHERJEE - KOLKATA - INDIA
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন