এক নিস্তব্ধতা বিগত রাতে ছিল দুজনের মধ্যে,-
সেটা স্বাভাবিক কি ব্যতিক্রম, প্রায়শ
ভাবে মন, যখন দেহের দ্রোণী
রিক্ত গহ্বর ! চাঁদ, তারক
আকাশগঙ্গা সব
কিছু মনে
হয় -
যেন দীপ্তিহীন, কেবল ঝুলে রয়েছে নির্জীব ভাবে
এলোমেলো, এক বিশাল বৃত্তাকার দান্তালে !
অনেক সময়, যখন উচ্চতর
বেলোর্মী, ঢালনির পথে,
এক পানসে -
ভাব
ঘনিয়ে উঠে নিঃশ্বাসের বিনিময়ে, শুধুই কৃত্রিম
প্রেম জীবন্ত তখন, পরস্পরে মাঝে এক
মৌন সন্ধি, একে অপরকে নীরব,
বাধ্য সহ্য করা, তখন ওই
আলিঙ্গন শুধুই এক
মিথ্যা প্রলেপ,
ক্ষণিক
মুহুর্তের অস্থায়ী উপক্রম, বাসি গন্ধের মাঝে - -
জোর করে আতর ঢালা, স্পষ্ট দৃশ্যমান,
খোলা দরজা, কম্পিত জানালা,
কুয়াশাচ্ছন্ন জোছনা,
তবু ও জীবন
উড়ে
যেতে চায় না বাহিরে, অভ্যাসগত তখন পিঞ্জর -
বাসিন্দা প্রেম, ভুলে যায় উন্মুক্ত উড্ডয়ন,
করে যায় সাদা কাগজে বারংবার
দস্তখৎ, ফিরে আসে বুকের
মাঝে ভুলে যায়
অসময়ের -
পলায়ন !
* *
- শান্তনু সান্যাল
http://sanyalsplanet.blogspot.com/
Chandan Chowdhry's art
সেটা স্বাভাবিক কি ব্যতিক্রম, প্রায়শ
ভাবে মন, যখন দেহের দ্রোণী
রিক্ত গহ্বর ! চাঁদ, তারক
আকাশগঙ্গা সব
কিছু মনে
হয় -
যেন দীপ্তিহীন, কেবল ঝুলে রয়েছে নির্জীব ভাবে
এলোমেলো, এক বিশাল বৃত্তাকার দান্তালে !
অনেক সময়, যখন উচ্চতর
বেলোর্মী, ঢালনির পথে,
এক পানসে -
ভাব
ঘনিয়ে উঠে নিঃশ্বাসের বিনিময়ে, শুধুই কৃত্রিম
প্রেম জীবন্ত তখন, পরস্পরে মাঝে এক
মৌন সন্ধি, একে অপরকে নীরব,
বাধ্য সহ্য করা, তখন ওই
আলিঙ্গন শুধুই এক
মিথ্যা প্রলেপ,
ক্ষণিক
মুহুর্তের অস্থায়ী উপক্রম, বাসি গন্ধের মাঝে - -
জোর করে আতর ঢালা, স্পষ্ট দৃশ্যমান,
খোলা দরজা, কম্পিত জানালা,
কুয়াশাচ্ছন্ন জোছনা,
তবু ও জীবন
উড়ে
যেতে চায় না বাহিরে, অভ্যাসগত তখন পিঞ্জর -
বাসিন্দা প্রেম, ভুলে যায় উন্মুক্ত উড্ডয়ন,
করে যায় সাদা কাগজে বারংবার
দস্তখৎ, ফিরে আসে বুকের
মাঝে ভুলে যায়
অসময়ের -
পলায়ন !
* *
- শান্তনু সান্যাল
http://sanyalsplanet.blogspot.com/
Chandan Chowdhry's art
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন