সোমবার, ১২ আগস্ট, ২০১৩

জীবন্ত অটোগ্রাফ - -

তুমি শুধুই চাও চটকদার, ঝাঁকঝমক দুনিয়া, 
কুহক স্পৃহায় ভরা জীবন, আসলে 
দোষ তোমার নয়, চার 
দিকে যখন একই 
আগুন - 
নিজে কে বাঁচানো কোথায় সহজ, কিন্তু ওই 
নিয়ন আলোর নেপথ্যে ও আছে এক 
ঘিঞ্জি গলি, কিছু তথাকথিত 
নোংরা, বদনাম -
চেহারা, 
আর অন্ধকারে উঠন্ত ঘামের দুর্গন্ধ, ঝাপসা 
আলোয় দেখেছি অজানা মুখের ভিড়ে,
জীবনের উত্পত্তি ! শিশুর 
প্রথম ক্রন্দন, তুমি 
শুধুই চাও 
তোমার প্রেমের বৃত্তের চার দিকে ঘিরে রবে 
কবি, কল্পনার ফুলে সাজিয়ে যাবে -
চাঁদের তরী, কিন্তু সেটা কি 
সব সময় সম্ভব, ওই 
বনেদী পাড়ার 
খুব কাছে 
দেখেছি তাকে দাঁড়িয়ে রয় একাকী, সে এক 
জীবন্ত অটোগ্রাফ, নিখোঁজ প্রেমীর 
করে অপেক্ষা, বহুকাল আগে 
কে যেন লিখে গেছে 
তার দেহে 
ভুল ঠিকানা, ওই ঠিকানা টা এখন বেরিয়ে 
আসতে চায় উল্কির বাইরে, খুঁজতে 
চায় নিজের জৈবিক পরিচয়,
জানি সে কোনো দিনই 
খুঁজে পাবে না 
পলাতক 
কে,শুধুই মুখোশের ভিড়ে আসলের সন্ধান 
মিছে মিছে পাগলামি - - 
* * 
- শান্তনু সান্যাল 
http://sanyalsplanet.blogspot.com/
Sekhar Roy Indian Figurative painter

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন