শুক্রবার, ৯ আগস্ট, ২০১৩

জীবনের সারাংশ - -

ওই শাশ্বত অঙ্গীকারের বশীভূত 
মুক্ত করে যেতে চায় মন 
সমস্ত জাগতিক 
বন্ধন !
কিন্তু সেটা কি সম্ভব, যতই -
দূর যাই না কেন, এক 
অদৃশ্য আবাহন 
ধরে রাখে 
দেহ 
ও প্রাণের সংবেদন, ওই ডাকের 
মাঝে আছে মৌন দাবি,
লুক্কায়িত নালিশ,
স্বার্থপরতার 
গন্ধের 
অভিযোগ, তাই ফিরে ফিরে - -
আসে জীবন, নিভৃত
কি কোনো দিন 
হয় মানুষ,
যত দিন নিঃশ্বাসের চিত্রলেখ - -
ওঠে নাম তত দিন 
শুধুই আসক্ত 
হৃদয়ের 
স্পন্দন,জানা সত্তেও যে সব কিছু 
কেবল ক্ষণ ভঙ্গুর, তবু ও 
ভালবাসতে চায় 
মন, পুনরায় 
ব্যথার 
আবেদন,পুনশ্চ অন্তর্মনের পূজা 
বেদির পথে প্রস্থান, নতুন 
নৈবেদ্যের প্রস্তুতি 
সেটাই 
আসল দর্শন সেখানেই জীবনের 
সারাংশ - - 
* * 
- শান্তনু সান্যাল 

http://sanyalsplanet.blogspot.com/
art by SUBRATA DAS - KOLKATA - INDIA

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন