যখন গেছে পুড়ে বিস্তীর্ণ অরণ্য হতে মানব বসতি,
http://sanyalsplanet.blogspot.com/
ART OF SANATAN DINDA - India
কোথায় খুঁজবে বল আপন পরের পরিচয়,
কার হাতে ছিল জ্বলন্ত মশাল, কে
দিল বিষাক্ত ভাববাণী, বলা
মুশকিল, সবাই তখন
ছদ্মবেশী -
মুখোশ - পরিহিত, গেছে ধরিয়ে আগুনের বন্যা, -
বিধ্বস্ত দেউলের প্রাঙ্গনে ভালবাসা তখন
উলঙ্গ, খুঁজে বেড়ায় পাতার আবরণ,
ওই বাল্য বন্ধু তখন দেখে
আর হাসে আমার
ক্ষত স্থান !
চির পরিচিত মাঝি তখন নদী পার করার ছলে
ডুবিয়ে গেছে মাঝধারে, তারা খুঁজে
তাদের উত্স, তাদের বিজয় -
গাথা, আমি আজ ও
ধরে আছি
বুকের মাঝে পুরাতন মৃত বিলুপ্ত তার একমাত্র
ভালবাসা - -
* *
- শান্তনু সান্যাল
ART OF SANATAN DINDA - India
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন