বৃহস্পতিবার, ৮ আগস্ট, ২০১৩

চিনতে পারবে কি - -

তুমি কি আজ ও অপেক্ষা করে আছো কোনো 
এক ভেজা সন্ধ্যার স্মৃতি নিয়ে বুকে,
এখনো কি পড়ে ওই বিশাল 
শিরীষ গাছের ছায়া 
অনাম দিঘির 
গায়ে !
তুমি কি এখনো দাঁড়িয়ে থাক অলিন্দ সীমানা 
ছুঁয়ে, বিস্মিত চোখে দেখে যাও জন -
অরণ্যের ফাঁকে ওই ফুলের 
দোকানের কাছে, 
কিন্তু আমি 
উধাও !
তুমি কি আজ ও লুকিয়ে হেঁটে যাও ওই সরু 
গলির মোড় হতে, ঠিক হরতকি -
বাগান হয়ে স্কটিশ চার্চের 
পিছনে, কোন গলি 
যেন, কিন্তু 
আর 
ভয়ের কিছুই নাই, আরশি শুধিয়ে দিয়েছে 
ভালই ভাবে, এখন আমাদের ওই 
পরিচিত চেহারাগুলো 
নিজেই গেছে 
বদলিয়ে, 
তুমি কি এখনো চাও না, হঠাৎ রাস্তা ঘাট -
হয় উঠুক জন শুন্য, অকস্মাৎ সব 
কিছু যেন স্থির, দূর দূর শুধুই 
অশেষ নীরবতা, আর 
আমি আসছি 
ধোঁয়াটে 
সন্ধ্যায়, বুকে জড়িয়ে তোমার ওই পুরাতন 
ধুসর রঙ্গী অপূর্ণ প্রতিশ্রুতি - - 
* * 
- শান্তনু সান্যাল
 http://sanyalsplanet.blogspot.com/
ART BY ANANT MANDAL - KOLKATA - INDIA

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন