শুক্রবার, ১৮ অক্টোবর, ২০১৩

আত্ম পরিচয়ের সন্ধান - -

নিজের ভিতরে নিজের অন্বেষণ সে এক 
অহর্নিশ প্রক্রিয়া, অনবরত এক 
জীর্ণোদ্ধারের পরিকল্পনা,
পুন:সংস্কারের 
সিদ্ধান্ত,
সহজ নয়, কিন্তু করে যাই অশ্রান্ত প্রয়াস,
সেই আত্ম চেতনার মাঝে খুঁজি 
তোমার প্রেমের ছায়া, 
ভুলে যেতে চাই 
সমস্ত 
মান অভিমান, হৃদয় চায় গড়তে রাগ -
অনুরাগ বিহীন এক এমন মনের 
পৃথিবী যেখানে জীবন 
ফিরে পায় 
যেন 
উদ্বর্তনের অর্থ, মৃত ভাবনার পুনর্জন্ম,
মানবিকতার অরুণোদয়, এক 
এমন সকাল, যেখানে 
সুন্দর অসুন্দরের 
কোনো 
ভেদ নেই, পরিচিত - পরিকীয় ভাবের -
বাহিরে সে এক কুটুম্বিতা, সেই 
অমূল্য অনিভুতির জীবন 
করে যায় অভিলাষ,
চিরস্থায়ী 
শান্তির 
ঢেউ যেখানে বহে রয় সমান্তরাল রূপে।
* * 
- শান্তনু সান্যাল 

http://sanyalsplanet.blogspot.com/
art by ann mortimer.jpg 1

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন