রবিবার, ২০ অক্টোবর, ২০১৩

মধুমাস এখন ও আছে দূর - -

কারোর মনের মাঝে কি যে আছে জানা - 
সহজ কোথায়, এখন শুধুই তুমি 
ছুঁয়েছো চোখের সীমানা,
এখনো আছে 
বহুদূরে 
অন্তর্মনের পলকা পৃষ্ঠতল, নয়নের আছে 
নিজের সীমাবদ্ধতা, এখনো তোমার 
প্রণয়ে রয়েছে ভেজা মাটির 
গন্ধ, মধুমাস এখন ও 
আছে দূর 
দিগন্ত পার, শ্রাবণ ও উষ্ণকালের মাঝে -
রয়েছে কত ঋতু পরিবর্তনের ঘটনা, 
নিশ্চই তুমি তা জানো, 
আবেগপ্রবণতা
এই ভাবে 
ঠিক নয়, এখনো সূর্যের আকাশ ভ্রমণ -
রয়েছে অনেক বাকি, সকালের 
রোদের অনুভূতি সবার 
খুবই প্রিয়, বিহান 
ও সন্ধ্যার 
মাঝে রয়েছে দূরত্ব অজানা, ভবিষ্যদ্বাণী
খুবই কঠিন, উন্মুক্ত আকাশের 
বুকে কি যা আছে এই 
মুহুর্তে বলা 
মুশকিল।
* * 
- শান্তনু সান্যাল 
http://sanyalsplanet.blogspot.com/
art of Stephen Bell

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন