রবিবার, ২৭ অক্টোবর, ২০১৩

অনন্ত প্রণয়ের অভিলাষ - -

স্তম্ভিত মুহুর্তে, যখন মধ্য রাতের বুকে 
সুপ্ত আগ্নেয়গিরি আগুন জাগে !
অপ্রত্যাশিতভাবে সমস্ত 
অন্ধকার, নিজের 
সাম্রাজ্য 
গুটিয়ে ফেলে, ঠিক সেই মুহুর্তে ছদ্ম -
মুখোশগুলি একের পর এক খসে 
পড়ে, তখন বন্য ও পোষা 
ভাবনার মধ্যে তফাৎ
করা অসম্ভব 
মুশকিল, 
যত সব বৈধ অবৈধ, সমস্ত পরম্পরা -
কি ঐতিহ্য, সভ্যতা কি সংস্কৃতি,
ঝুলে রয় পুরোনো আলনা 
উপরে এলোমেলো, 
কাপড়ের 
মত ! ওই গ্রহণ কালের ক্ষণিক হুলুস্থূল
পরিবেশে, জীবন যায় সাঙ্ঘাতিক 
ভাবে বদলিয়ে, সমস্ত দর্শনের 
পৃষ্ঠা, তখন উড়ে রয় 
অদৃশ্য প্রলয়ের 
বাতাসে !
সহসা পুরোহিতের পুরাতন মন্ত্রগুলি - - 
ছড়িয়ে রয়, দেউল প্রাঙ্গণে 
প্রত্যাখ্যাত ভাবে, জ্বলে 
রয় নৈসর্গিক দীপ 
উন্মুক্ত 
আকাশে, সমগ্র রাত জোছনার মায়াবী 
সুধা, প্রাণে ঢালে অনন্ত প্রণয়ের 
অভিলাষ - - 
* * 
- শান্তনু সান্যাল  

http://sanyalsplanet.blogspot.com/
art - Midnight Mystery by Martin Bourbeau

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন