রবিবার, ২৭ অক্টোবর, ২০১৩

হৃদয়ের বাসভূমি - -

অন্তর্মুখী তার প্রেমের সজলতা, ভিজিয়ে 
যেতে চায় জীবনের সমস্ত অস্পৃষ্ট
ভাবনার মরুভূমি, আমি 
প্রায়ই ভাবি, কোন 
এমন মাটি 
দিয়ে 
রচিত তার হৃদয়ের বাসভূমি, কখনো - -
দুরন্ত ঝড় বাদলে, কখনো প্রখর 
গ্রীষ্মের উত্তাপে, কখনো 
আবার হিমল 
রাতে,
কোথায় হতে সে সরে আসে জীবনের - - 
খুব কাছে, বেঁধে রাখে উতলা
মনোদশা, অদৃশ্য এক 
উপদেয় দড়ির 
সাথে !
যখনই উন্মুক্ত আকাশের আলোকিত - -
শামিয়ানা, অকস্মাৎ হয় ওঠে 
নিষ্প্রদীপ ! যেন গোপনে 
সে জ্বালিয়ে যায় 
নিবন্ত 
বুকের প্রদীপ, খুলে যায় সহসা সবই - - - 
প্রত্যশার বন্ধ লৌহ কপাট !
* * 
- শান্তনু সান্যাল 

http://sanyalsplanet.blogspot.com/
cascade of emotion

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন