নিগূঢ় সন্ধ্যার মুখে, আবার জীবন আরশির
মুখোমুখি, তোমার চোখের গভীরে
ভেসে উঠতে চায় কিছু
হারানো মুহুর্তের
প্রতিফলন !
কিছু মৌন নালিশের বিলুপ্ত প্রতিলিপি, কিন্তু
আমার বুকে আজ ও হিল্লোলিত, সেই
স্মৃতি তরঙ্গ, যখন আচমকা
ভাবে ছুঁয়ে ছিল, তোমার
আনত চোখের
পাতা, এক
অজানা শিহরণে জেগে ছিল, তখন প্রসুপ্ত -
স্বপ্নের ত্রিজগৎ, সেই লাজবতী মুহুর্তে
আমি হয় ত হারিয়ে এসে
ছিলাম হৃদয়ের -
পলকা
কিন্তু মূল্যবান বস্তু, ক্রমশঃ কচি ভাবনার -
সাথে, তুমি সে দিন হতে গেছ জড়িয়ে,
শিরায় শিরায় রুধিরের রূপে !
* *
- শান্তনু সান্যাল
http://sanyalsplanet.blogspot.com/
art by lmj-lillian-may-johnson
মুখোমুখি, তোমার চোখের গভীরে
ভেসে উঠতে চায় কিছু
হারানো মুহুর্তের
প্রতিফলন !
কিছু মৌন নালিশের বিলুপ্ত প্রতিলিপি, কিন্তু
আমার বুকে আজ ও হিল্লোলিত, সেই
স্মৃতি তরঙ্গ, যখন আচমকা
ভাবে ছুঁয়ে ছিল, তোমার
আনত চোখের
পাতা, এক
অজানা শিহরণে জেগে ছিল, তখন প্রসুপ্ত -
স্বপ্নের ত্রিজগৎ, সেই লাজবতী মুহুর্তে
আমি হয় ত হারিয়ে এসে
ছিলাম হৃদয়ের -
পলকা
কিন্তু মূল্যবান বস্তু, ক্রমশঃ কচি ভাবনার -
সাথে, তুমি সে দিন হতে গেছ জড়িয়ে,
শিরায় শিরায় রুধিরের রূপে !
* *
- শান্তনু সান্যাল
http://sanyalsplanet.blogspot.com/
art by lmj-lillian-may-johnson
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন