মখমলি শীতের আঁধারে, দেখিছি তোমায়
সংকুচিত রূপে, চলে আসছো বহু
দূর হতে হৃদয়ের দ্বারে,
জড়িয়ে দেহ ও
প্রাণে -
অরণ্য কুসুমের বাহার, জীবনের ধুসর - -
উপত্যকা, অকস্মাৎ যেন স্বপ্নময়,
ভাবনার ফল্গু তীরে, ভেসে
উঠতে চায় পুনরায়
পরিযায়ী পাখির
কলরব !
বহু বার দেখেছি, তোমার ওই দিগন্ত রূপ,
ভরে যেতে চাও সমস্ত শুন্যতা,
মৌন প্রণয়ের অপ্রতিম
রঙ্গে, অনেক
সময়
দেখি, তুমি নিয়ে যেতে চাও জোর করে - -
আকাশপথ হতে, সুদুর নীলাভ -
সবুজ আলোর দেশে,
ভুলিয়ে সমস্ত
দুঃখ -
দহন, আমি এমন সময় যাই হারিয়ে তার
অবুঝ প্রেমের ঘূর্ণিস্রোতে - -
* *
- শান্তনু সান্যাল
http://sanyalsplanet.blogspot.com/
Helibore flower painting
সংকুচিত রূপে, চলে আসছো বহু
দূর হতে হৃদয়ের দ্বারে,
জড়িয়ে দেহ ও
প্রাণে -
অরণ্য কুসুমের বাহার, জীবনের ধুসর - -
উপত্যকা, অকস্মাৎ যেন স্বপ্নময়,
ভাবনার ফল্গু তীরে, ভেসে
উঠতে চায় পুনরায়
পরিযায়ী পাখির
কলরব !
বহু বার দেখেছি, তোমার ওই দিগন্ত রূপ,
ভরে যেতে চাও সমস্ত শুন্যতা,
মৌন প্রণয়ের অপ্রতিম
রঙ্গে, অনেক
সময়
দেখি, তুমি নিয়ে যেতে চাও জোর করে - -
আকাশপথ হতে, সুদুর নীলাভ -
সবুজ আলোর দেশে,
ভুলিয়ে সমস্ত
দুঃখ -
দহন, আমি এমন সময় যাই হারিয়ে তার
অবুঝ প্রেমের ঘূর্ণিস্রোতে - -
* *
- শান্তনু সান্যাল
Helibore flower painting
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন