স্ব নির্মিত বৃত্তের বাইরে যদি কোনো দিন
বেরিয়ে আসো, খুঁজে পাবে হয় ত
আমায়, ওই পরিধি বিন্দুর
মাঝে একাকী
দাঁড়িয়ে
আছি নিয়ে হাতে, কিছু অর্ধ শুকনো পুষ্প
তোড়া, কিছু অর্ধ সুপ্ত, স্বপ্নের ঘোর,
কএক ফোঁটা, শেষ প্রহরের
নিথর নীহার কণা,
দশক পুরনো
অপেক্ষা
নিয়ে বুকে, নীল নদের সন্নিহিত মরুভূমি,
যেন হৃদয় চেয়ে রয় তোমার ওই
তরঙ্গিত হাসি, নিজের
স্ব রচিত ওই
তোমার,
স্বপ্নীল প্রাসাদের বাইরেও আছে এক জীবন্ত
পৃথিবী, যদি সম্ভব কোনো দিন ওই
সোনালী কাঠমোর বাইরে
খুঁজো আমায়, আমি
ভেসে রই ওই
উড়ন্ত
প্রতিফলনের মিহি ধুলোর মাঝে কোথাও
সম্ভবত !
* *
- শান্তনু সান্যাল
http://sanyalsplanet.blogspot.com/
art by robin berry
বেরিয়ে আসো, খুঁজে পাবে হয় ত
আমায়, ওই পরিধি বিন্দুর
মাঝে একাকী
দাঁড়িয়ে
আছি নিয়ে হাতে, কিছু অর্ধ শুকনো পুষ্প
তোড়া, কিছু অর্ধ সুপ্ত, স্বপ্নের ঘোর,
কএক ফোঁটা, শেষ প্রহরের
নিথর নীহার কণা,
দশক পুরনো
অপেক্ষা
নিয়ে বুকে, নীল নদের সন্নিহিত মরুভূমি,
যেন হৃদয় চেয়ে রয় তোমার ওই
তরঙ্গিত হাসি, নিজের
স্ব রচিত ওই
তোমার,
স্বপ্নীল প্রাসাদের বাইরেও আছে এক জীবন্ত
পৃথিবী, যদি সম্ভব কোনো দিন ওই
সোনালী কাঠমোর বাইরে
খুঁজো আমায়, আমি
ভেসে রই ওই
উড়ন্ত
প্রতিফলনের মিহি ধুলোর মাঝে কোথাও
সম্ভবত !
* *
- শান্তনু সান্যাল
http://sanyalsplanet.blogspot.com/
art by robin berry
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন