শনিবার, ১৬ নভেম্বর, ২০১৩

অপ্রত্যাশিত সৃষ্টি - -

ওই গন্তব্য বিন্দুর পরে শুধুই শুন্য অন্তরিক্ষ 
বিদ্যমান ! ভাসন্ত সব কিছু, যেখানে 
পৌঁছিয়ে জীবনের সমস্ত 
বাসনা হারায় 
গুরুত্ব,
এক এমন পরিবেশের অনুভূতি করে দেহ -
ও প্রাণ, কি ভুলে যায় ত্রিকালের 
মায়াবী বন্ধন, তখন 
বিলুপ্তির পথে 
অহং -
ব্র্হ্মাস্মি ! সমস্ত কিছু স্পষ্ট,আলোকভেদ্য, না 
আসক্তির শৃঙ্খল, নাহি বৈরাগ্যের 
উদাসীনতা, মধ্যস্থিত
জাগরিত সেই 
মুহুর্তে 
আত্ম চেতনা, অন্তর্মনের কেন্দ্র হতে আবেগ-
নির্ঝরের উত্পত্তি, পৃথিবী তখন 
নব রূপে রূপান্তরিত, চেনা 
অচেনা মুখাকৃতির 
মাঝে অন্তর 
হ্রাসের 
পথে ! জীবনে আমূল পরিবর্তন, হৃদয়ের - - 
মাঝে ব্যাপকতার বৃদ্ধি, একরূপতার 
অপ্রত্যাশিত সৃষ্টি - - 

* * 
- শান্তনু সান্যাল 

http://sanyalsplanet.blogspot.com/
art by pat meyer

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন