বিগত রাতে ঝরে নি এক ফোঁটা শিশির,
আকাশ ছিল মেঘমুক্ত, ছায়াপথ ও
ছিল পরিপূর্ণ আলোকিত, চাঁদ
উঠেছে যথারীতি, লুটিয়ে
গেছে জোছনার
নির্ঝর,
উদার মনে চার দিকে, জানি না কোথায়
হতে ঝরে গেছে বুকের পৃষ্ঠতলে,
বিন্দু বিন্দু অদৃশ্য মেঘের
সজলতা, ঝরেছে
কার প্রেমের
অগোচর
অশ্রু কি অসীম সুখের আগে বলিদানের
প্রস্তুতি, এক অদ্ভুত গন্ধে ভরে
উঠলো যখন বসুন্ধরা,
দেখি তুমি ভেসে
চলেছ আমার
প্রাণের
মাঝে, একটানা উড়ানের পথে, ধরে - -
রাখতে চাও যেন, আমার অস্তিত্ব
অনন্তকালীন অভিলাষের
সাথে, সন্ধি বিহীন।
* *
- শান্তনু সান্যাল
http://sanyalsplanet.blogspot.com/
fuchsia-water-drops-painting-wendy-brown
আকাশ ছিল মেঘমুক্ত, ছায়াপথ ও
ছিল পরিপূর্ণ আলোকিত, চাঁদ
উঠেছে যথারীতি, লুটিয়ে
গেছে জোছনার
নির্ঝর,
উদার মনে চার দিকে, জানি না কোথায়
হতে ঝরে গেছে বুকের পৃষ্ঠতলে,
বিন্দু বিন্দু অদৃশ্য মেঘের
সজলতা, ঝরেছে
কার প্রেমের
অগোচর
অশ্রু কি অসীম সুখের আগে বলিদানের
প্রস্তুতি, এক অদ্ভুত গন্ধে ভরে
উঠলো যখন বসুন্ধরা,
দেখি তুমি ভেসে
চলেছ আমার
প্রাণের
মাঝে, একটানা উড়ানের পথে, ধরে - -
রাখতে চাও যেন, আমার অস্তিত্ব
অনন্তকালীন অভিলাষের
সাথে, সন্ধি বিহীন।
* *
- শান্তনু সান্যাল
http://sanyalsplanet.blogspot.com/
fuchsia-water-drops-painting-wendy-brown
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন