প্রতি নিঃশ্বাসে আছে কত কাহিনী, কিছু
ব্যথাভরা অনুভূতি, কিছু না বলা
প্রতিশ্রুতি, ওই মোড়ে ছিল
বিশাল অশ্বত্থ গাছ,
পাখিদের চলত
নিশুতি
কলরব, এখন শুধুই দন্তমূলে ঝুলে আছে
কয়েকটি ধুলিময় পাতা, সময়ের
সঙ্গে যায়, সমস্ত কিছু এমনি
বদলিয়ে, এই শহর
বহু পুরোনো,
তবুও
মনে হয়, অনেক কিছু জানতে আছে - -
এখনো বাকি, কোথায় যেন একটা
মিল আছে তোমার প্রেমের
সাথে, বিস্মিত করে
যায় বহুধা !
আর মন
ভাবে সারা রাত তোমাকে নিয়ে,সাবেকী
কাঠের জানালার ধারে, চেয়ে রয়
জনশূন্য রাজপথের দিকে,
ওই মোড়ে পৌঁছিয়ে
দেখি তুমি
আজ ও দাঁড়িয়ে আছো গায়ে জড়িয়ে - -
বিবর্ণ কাশ্মীরী শাল, আশ্চর্য্য !
তোমার মুখে আজ ও
আছে বিদ্যমান
চাঁদিনি
রাতের চন্দ্রমল্লিকার হাসি, হালকা মধু
গন্ধে ভরা, নীরব নালিশের ছায়া,
আবার ক্লান্ত জীবন চায়
তোমাকে পুনরায়
বুঝতে - -
* *
- শান্তনু সান্যাল
http://sanyalsplanet.blogspot.com/
Carol Nelson Fine Art
ব্যথাভরা অনুভূতি, কিছু না বলা
প্রতিশ্রুতি, ওই মোড়ে ছিল
বিশাল অশ্বত্থ গাছ,
পাখিদের চলত
নিশুতি
কলরব, এখন শুধুই দন্তমূলে ঝুলে আছে
কয়েকটি ধুলিময় পাতা, সময়ের
সঙ্গে যায়, সমস্ত কিছু এমনি
বদলিয়ে, এই শহর
বহু পুরোনো,
তবুও
মনে হয়, অনেক কিছু জানতে আছে - -
এখনো বাকি, কোথায় যেন একটা
মিল আছে তোমার প্রেমের
সাথে, বিস্মিত করে
যায় বহুধা !
আর মন
ভাবে সারা রাত তোমাকে নিয়ে,সাবেকী
কাঠের জানালার ধারে, চেয়ে রয়
জনশূন্য রাজপথের দিকে,
ওই মোড়ে পৌঁছিয়ে
দেখি তুমি
আজ ও দাঁড়িয়ে আছো গায়ে জড়িয়ে - -
বিবর্ণ কাশ্মীরী শাল, আশ্চর্য্য !
তোমার মুখে আজ ও
আছে বিদ্যমান
চাঁদিনি
রাতের চন্দ্রমল্লিকার হাসি, হালকা মধু
গন্ধে ভরা, নীরব নালিশের ছায়া,
আবার ক্লান্ত জীবন চায়
তোমাকে পুনরায়
বুঝতে - -
* *
- শান্তনু সান্যাল
http://sanyalsplanet.blogspot.com/
Carol Nelson Fine Art
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন