মঙ্গলবার, ১১ মার্চ, ২০১৪

গভীর চাহনির আঘাতে - -

কোন গভীর চাহনির আঘাতে 
অন্তরতমের নীরবতা 
গেছে ভেঙে, 
কোন 
অদৃশ্য তীরে, জীবন অথই - -
ভাবে আহত, কার 
চোখের তটে 
অস্তিত্ব 
খুঁজে, নিজের বিলুপ্ত অনুধ্যায় -
সে কোন কুহেলী ভরা 
পথের কস্তুরী 
সুগন্ধ !
জীবন ধেয়ে যায় বিক্ষিপ্ত রূপে,
ভুলিয়ে সমস্ত মায়ার 
সংসার, সে 
কোন 
জোছনায় ভেজা অরণ্য ফুল -
কেড়ে নিতে চায় ভীষণ
ভাবে সমস্ত 
চেতনা,
নিরুপায় হৃদয় ধিক ধিক জ্বলে 
দিবা নিশি, মৌন ব্যথা 
সাজিয়ে বুকে - - 

* *
- শান্তনু সান্যাল 


http://sanyalsplanet.blogspot.com/
art by  Connie Chadwell

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন