সোমবার, ১০ মার্চ, ২০১৪

সজল মুহুর্তে - -

নিশীথে ঝরেছে শিশির বিন্দু কী অশ্রু জল,
ভাবনার পাপড়ি এখনো তপ্ত ভেজা, 
ডুবন্ত চাঁদের আলোয় দেখেছি, 
সে যেন ছুঁয়ে যেতে 
চায় অন্তর -
বেদনা,
জানি না এ কেমন অভিলাষ, ঘায়ের সাথে 
দিয়ে যেতে যায় হাসির প্রলেপ, কাছে 
থেকেও বুঝিয়ে দিতে চায় এক 
দশকের দুরত্ব, তার ওই 
নয়নের কাহিনী 
বোঝা খুবই 
মুশকিল, 
শিরোনামহীন থাকার সত্তেও সে লিখে যায় 
আমার বুকে প্রণয়ের রহস্য ! তার 
নিঃশ্বাসের পরশে আছে নিশি -
পুষ্পের ছোঁয়া, তবুও 
সে স্বীকার 
করতে 
রাজি নয় বাস্তবিকতা, শুধুই বলে সে নাকি 
এখনো অবিকশিত ভালবাসা, হৃদয়ের 
সজল প্রান্তরে, এখনো নাকি 
মধুমাস আসে নি, 

* * 
- শান্তনু সান্যাল 

http://sanyalsplanet.blogspot.com/
Terese-Rogers_Dogwood

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন