শনিবার, ৮ মার্চ, ২০১৪

মৌন কবিতা - -

কিছু স্বপ্ন অলঙ্ঘনীয়, ভাঙে না, 
অটুট ভাবে অনুধাবন করে 
যায় সারাটা জীবন,
ওই অনির্দিষ্ট
মৃগয়ার 
আছে নিজস্ব এক অদ্ভুত কুহক,
ছায়ার মত জড়িয়ে রয় 
জীবনে, কিছু হাসি
চিরহরিৎ !
ভরে
যায় নিঃশব্দে, উন্মুক্ত ব্যথার - 
গহ্বর, কিছু চোখের আলো,
চির উদ্ভাসিত করে 
যায় প্রকাশিত 
হৃদয়ের 
আঁধার, কিছু অপরিচিত মুখের 
মৌন কবিতা, বেঁধে রাখতে
চায় অনন্তহীন ভাবে 
নিজের অন্তরে,
 অথচ ওই  
অধর -
তীরে ভেসে রয় চির নীরবতা,

* * 
- শান্তনু সান্যাল 

http://sanyalsplanet.blogspot.com/
Painting by Claire Beadon Carnell

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন