রবিবার, ৯ মার্চ, ২০১৪

উন্মাদিত আলোড়ন - -

গাঢ় অন্ধকারে লিলাকের কুঞ্জে, যখন
জোনাকিদের আলো লিখে যায়
অবুঝ কবিতার আবেগী
স্তবক, তোমার
স্পর্শে জাগে
সুপ্ত
হৃদয়ের স্পন্দন, জীবন তখন মনে -
হয় অতি সুন্দর, চন্দ্র বিহীন
রাত্রি, সহসা বেগুনি
আলোয় হয়ে
উঠে
ঝলমল, অদৃশ্য দেহের পরিচিত গন্ধে
ভরে উঠে আশপাশের শুন্যতা,
এক বিচিত্র অনুভূতির
সঞ্চার তখন
বুকের
গভীরে, ছুঁয়ে যায় নিরাকার রূপে - -
তোমার প্রণয়ের উন্মাদিত
আলোড়ন, দেহ হতে
অন্তরতমের
ভিতরে,

* *
- শান্তনু সান্যাল


http://sanyalsplanet.blogspot.com/
lilac beauty

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন