শনিবার, ১৭ জুলাই, ২০১০

তোমাদের জন্য

তোমাদের জন্য আজ বাঙালিদের এই দশা


শরত -রবীন্দ্রের কুমুদিনী,সৌদামিনী

দিল্লি,নয়ডার বাংলোতে ঝি আর মুম্বাইর

মধুশালায় বার গার্ল হয়ে জীবন যাপন করে

তোমাদের জন্যই আজ লজ্জিত বাঙালর মাটি

তোমাদের জন্যই আজ আমরা হাস্যপদ

শুধুই বাস্তুহারা ছাড়া কিছুই নই

কী বিষাক্ত বিচারধারা ছড়ালে চারদিকে

ছিন ভিন্ন এক পূর্ব উন্নত সমাজ

সবুজ শ্যামল সেউলি পদ্ম সাজানো

সেই বঙ্গ ভূমি তে লাল রঙ্গ মাখিয়ে

যা উন্নতির শিখরে নিয়ে গেলে

তাহার প্রতিধ্বনি সাড়া দিয়ে যায়

বঙ্গ বনিতাদের গায়ে

তাই দেখি বিবেকানন্দ,বঙ্কিম, অরবিন্দ

কত অজানা বাঙালির চোখে

শুধুই অশ্রু ঝরে যায় //

---শান্তনু সান্যাল

সরিসর্প

আমরা বিক্ষিপ্ত,বিস্মৃত,কলঙ্কিত,


হৃদয়ে কুষ্ঠ বয়ে যাই

গায়ে গলিত অজস্র দুর্গন্ধ

বুকে যুগ যুগান্তেরের শ্লেষ্মা

ত্বকে সর্ব অঞ্চলে পোড়ানো দাগ

অস্থির নলিকায়ে বিশ প্রবাহিত

সমাজ বহিস্কৃত ধর্মবিহীন

নাভির অন্তরে আগ্নেয়গিরি

তোমরা সবাই ভ্দ্র ও সুসংস্কৃত

আমাদের জন্য নিজের কুলীনতা

বাদ দিতে যেও না

শুধুই নগ্নতা,পাশবিকতা

চিরদিনের আঁধার

সূর্যের উদয়- অস্তের প্রশ্নই ওঠে না

গহন কুহাসা মেরুদন্ডবিহীন

আমরা সরিসর্প সহজে বিলুপ্তি পাই না

বস্তির শাখা প্রশাখাযে

অরণ্য পার্বত্যে সৃষ্টির কুত্সিত সত্য

যদি পৌরষবাহী তোমাদের আত্মা থাকে

তাহলে এই জীবন অঙ্গীকার করে দেখো /

--শান্তনু সান্যাল