রবিবার, ১ এপ্রিল, ২০১২


আলাপটুকু থাক 

ওই ভাবে তাকিও না ভাসন্ত তরী যাবে থেমে,
বৃষ্টির কোনো হদিস নাই আকাশ যেন 
থমথমে, আলাপের পরেও আছে 
আরোহ অবরোহের ধাঁধা, 
কিছু মনোভাব থাক 
যে অন্তরে গুপ্ত, 
স্বপ্নীল 
সুতোয় বাঁধা, জীবনের বৃষ্টি ছায়ার পথে যদি 
চাও হাঁটতে আগেই করে এস উজাড়
মনের মরুদ্যান, এই পথের 
যাত্রীর গন্তব্য জানি না 
সঠিক, অনন্ত যাত্রা!
নাহি যে কোনো 
অবসান, 
ফিরে ফিরে চেয়ে আছ কীসের জন্য ভোরের 
কুয়াশা কবে গেছে সরে, অপরাহ্নের 
আলোয় স্পষ্ট তুমি আর আমি, 
সাঁঝের অনুগ্র আঁধারে 
এখন উগ্র গন্ধের 
সন্ধান, 
দেখি কত দূর এগোনো যায় ওই ছায়া পথে - - - 

- শান্তনু সান্যাল
Silk Painting Bougainvillea