শনিবার, ১৬ ফেব্রুয়ারী, ২০১৩

দীর্ঘ সজলতা - -

কত দূর সে ছিল সহ যাত্রী, কত দূর সঙ্গে হাঁটার 
ছিল মিথ্যা ভান, তফাৎ খুঁজতে খুঁজতে,
গেছে ফুরিয়ে সংবেশিত মুহূর্ত,
তার জিদের আগে 
হৃদয় ছিল 
খুবই নিরুপায়, কাজেই থামানো যাই নি কোনো 
ভাবে ওই বলাৎ অনুপ্রবেশ, সময়ের হাতে 
অনিচ্ছায় সমর্পণ, আঁধার কি 
আলো, মন্দ কি ভালো,
তখন শুধুই 
চোখের সম্মুখে হরিত প্রদেশ, মৃগনযনী  ভাবনা - 
আর সুদুর বিস্তারিত মরিচিকার বিন্দু 
বিন্দু ঝরে যাওয়া, জীবন তখন 
যেন দাঁড়ানো যমজ পথের 
মোড়ে একাকী
পথিক !
খুঁজে অদৃশ্য বিভাজক রেখা, ভাঙা মাইলফলক,
কিছু ছড়ানো পথের ধারে কৃষ্ণচুড়ার 
শুকনো ফুল, উড়ন্ত জীর্ণ 
পল্লবে, অস্থির 
শিশির 
বিন্দুর কিছু খোঁজখবর, দিতে চায় দীর্ঘ - - - 
সজলতার শুভকামনা - - 
* * 
- শান্তনু সান্যাল 
http://sanyalsplanet.blogspot.com/



moonlit-eucalyptus - by artist Eyvind Earle