বৃহস্পতিবার, ৬ মার্চ, ২০১৪

অগ্নিপথের প্রস্তুতি - -

ছড়িয়ে আছে আবেগের জল বিন্দু 
জীবনের সম্মুখীন, ভেসে 
উঠছে আবেশের 
গন্ধ, নিশি -
পুষ্প 
হতে সারাটা অঙ্গে, এমন বিমুগ্ধ -
ক্ষণে, নিশ্চলভাবে বসে 
থাকা অর্থহীন,
ভাবনার 
জল -
তরঙে, প্রণয়ী স্বরলিপি চায় কিছু 
নতুন আবিষ্কার, কিছু 
অদেখা স্বপ্নের 
বয়ন, 
জীবনের রোদ ছায়ার ওই চিরন্তন 
খেলার বাইরে ও আছে 
অন্য এক জগৎ !
চোখের 
ওই 
নিরালা পথে আমি আজ ও চেয়ে 
রয়েছি, তোমার নীরব 
স্বীকৃতি, শাশ্বত 
দহনের ওই 
অটুট 
প্রতিশ্রুতি, নগ্ন পায়ে অগ্নিপথের -
প্রস্তুতি - - 

* * 
- শান্তনু সান্যাল 
http://sanyalsplanet.blogspot.com/
painting by artist Qiang Huang ...