নিস্তব্ধ রাত্রি, নিশিডাক সুনেছি গল্পে
ছায়ারা ও কথা বলে জেনেছি
তোমায় ভালোবেসে,
নিজের প্রতিবিম্বে অনন্য ছবি
দেখেছি বিভোর মনে,
নিশিগন্ধের স্পর্শ পেয়েছি
বহুবার অন্তর বাহির অঙ্গে,
উভয় লিঙ্গী অস্তিব নিয়ে
মনের দ্বন্দ ভুগেছি
তোমায় ভালোবেসে,
---শান্তনু সান্যাল