বুধবার, ১২ ফেব্রুয়ারী, ২০১৪

অদৃশ্য প্রলেপ - -

আবার তোমার চোখে আছে এক 
নতুন অন্বেষণের সূত্রপাত, 
পুনরায় আমিও 
চলেছি 
নিজেকে একটু গুছিয়ে, আসলে -
সময় থাকতে নিজেকে 
বদলানো খুবই 
অপরিহার্য,
অন্যথা 
মানুষ রয়ে যায় অনেক পিছনে,
বিস্মৃত যাত্রীর জন্য কেউ 
আর অপেক্ষা করে 
না, তাই বহু 
দিনের 
পরে আরশির মুখোমুখি জীবন 
আছে দাঁড়ায়ে, অতীতের 
হিসেব নিকেশ এই 
মুহুর্তে কোনো 
মানে 
রাখে না, অন্তিম দস্তখৎ ছিল -
নিয়তির হাতে, এখন 
কাটকুটের সুযোগ
খুবই অল্প,
তাই 
পুনরায় সময়ের সাথে মিটমাট,
অবশিষ্ট দিনের সঙ্গে হাসি
মুখ চুক্তি, না কোনো 
অনুতাপ, না 
দুঃখ,
ধীরে ধীরে বুকের উপরে এক 
অদৃশ্য প্রলেপের অনুভূতি,
বিকল্পের সন্ধান 
শুধুই মৃগ -
তৃষ্ণা।

* * 
- শান্তনু সান্যাল 
http://sanyalsplanet.blogspot.com/
art by Martha Kisling 1
https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEhis2YPgGTPM6IDPUN5s-XS7W1pQKE-fpunz3XdWl7OHL93Gc55KeATYFd8ac99AaOR2yJVAZcnuA-76OTDmiJusI1ion3hbyh-kBQJ0FiSc34KCaOiYqLhNGnM93S9iT5I9ZgHoNcX5F1o/s1600/Kisling+1134+-+Shades+of+Peach.JPG