তাদের অভিযোগ কিছুই হতে পারে দোষ
খণ্ডনের জন্য দায়বদ্ধ আমি কিন্তু
নয়, তাদের দৃষ্টিকোণে -
পৃথিবীর প্রান্ত -
ও সাগর
কিনারা এক হতে পারে, কোনো জরুরি -
নয় আমার ভাবনা তাহাই হবে,
ওই সূর্যের অবসান ও
আঁধারের মাঝে
যুক্ত সন্ধি !
কিছুও হতে পারে, আমার জন্য কিন্তু - -
ওই মুহূর্ত তোমায় খুঁজে পাওয়া,
জীবনের অনেক কাছে,
নিঃশ্বাসের সেই
পুরাতন
লেনদেন এক নতুন উপলব্ধির সাথে, পুষ্প
বৃন্ত এবং পুষ্পাধারের মাঝে এক
বোঝাপড়া, তাদের নজরে
যা কিছু ও হোক,
আভরণহীন
অথবা
অশ্লীল ! সুন্দর কিংবা কুত্সিত, কিন্তু - -
আমার হৃদয়ে সে এক প্রাণ -
উত্সর্জনের ঘটনা,
প্রকৃত প্রেমের
উপক্রম,
এক বন্য গন্ধ যে অধরা শুধুই ছড়িয়ে রয়,
নদী পাহাড়, অরণ্য নির্ঝর প্রবাহে,
উদ্দাম ভেসে রয় দেহ হতে
প্রাণের অপর পারে !
বন্ধনমুক্ত সে
এক -
অবর্ণিত অনুভূতি মন্থন করে অন্তর্তমে - -
* *
- শান্তনু সান্যাল
tropical flowers- art by patrick-orourke