সে আবার খেলতে চায় আগুনের খেলা,
জানা সত্তেও যে সব কিছু যায়
পুড়ে এই অদ্ভুত খেলায়,
আবার সে টেনে
নিয়ে যেতে
চায়
জানি না কোন রঙ্গীন কুহাশায়, বোঝা
সত্তেও যে ওই ধুম্র বলয়ে হারালে
আর ফিরে না মানুষ, সে
পুনরায় লিখতে
চায় কিছু
অপূর্ণ
ইতিহাস, বিদিত থাকা সত্তেও যে ওই -
অতীতের পৃষ্ঠায় আছে কত
প্রসুপ্ত আগ্নেয় গিরির
কেন্দ্র বিন্দু !
ওই -
গহ্বরে যাওয়াটা খুবই সহজ, নিগমনের
পথ কিন্তু, চিরদিনই থাকে অদৃশ্য
নিয়তির হাতে, সব কিছু
জানার পরেও সে
চায় সম্যক্
দহন !
খুবই মুশকিল তাকে এই মুহুর্তে ফিরিয়ে
আনা - -
* *
- শান্তনু সান্যাল
http://sanyalsplanet.blogspot.com/
art by kim solga
জানা সত্তেও যে সব কিছু যায়
পুড়ে এই অদ্ভুত খেলায়,
আবার সে টেনে
নিয়ে যেতে
চায়
জানি না কোন রঙ্গীন কুহাশায়, বোঝা
সত্তেও যে ওই ধুম্র বলয়ে হারালে
আর ফিরে না মানুষ, সে
পুনরায় লিখতে
চায় কিছু
অপূর্ণ
ইতিহাস, বিদিত থাকা সত্তেও যে ওই -
অতীতের পৃষ্ঠায় আছে কত
প্রসুপ্ত আগ্নেয় গিরির
কেন্দ্র বিন্দু !
ওই -
গহ্বরে যাওয়াটা খুবই সহজ, নিগমনের
পথ কিন্তু, চিরদিনই থাকে অদৃশ্য
নিয়তির হাতে, সব কিছু
জানার পরেও সে
চায় সম্যক্
দহন !
খুবই মুশকিল তাকে এই মুহুর্তে ফিরিয়ে
আনা - -
* *
- শান্তনু সান্যাল
http://sanyalsplanet.blogspot.com/
art by kim solga