কত বার সে চায় পূর্ণ বিলয়ন, কত বার
যে দেহ হবে চন্দন, ওই চাহিদার
নাই কোনো অন্ত, হৃদয় ও
মনের দ্বন্দ্ব এক
চিরন্তন
প্রহেলিকা, কুয়াশাচ্ছন্ন অরণ্য পথে ধেয়ে
যায় অভিলাষের সুবর্ণ হরিণ,
পৌঁছতে না পৌঁছতে
পরিত্রাণের
হ্রদ
যায় শুকিয়ে, অতৃপ্ত ভাবনা ভেসে রয় -
শুন্য উপত্যকার বুকে, পাওয়া
না পাওয়ার ওই চক্রবালে
জীবন ঝুলে রয়
অনিয়ত
রূপে,
দেহের স্তর দ্রুত সঞ্চারী ঝরে যায় - - -
মধুমাসের প্রস্থানের সাথে ক্রমশঃ,
রয় যায় পল্লব বিহীন
জীবন তরু !
নগ্ন -
সত্যের রূপে, পরিত্যক্ত, আকর্ষণশূন্য - -
খুব একা - -
* *
- শান্তনু সান্যাল