আলোর রুমাল
প্রণত নয়নে তার বালুকা বেলায়
অঙ্গীকারের কবিতা, প্রায়
রেখে যায় কিছু ম্লান
অস্পষ্ট শব্দের
খোল,
কুজনের রহস্য রোমাঞ্চ, সাঁঝের -
ক্লান্ত নিঃশ্বাস তুলে রাখে
তার পরিত্যক্ত
শল্কের কিছু
রঙ্গীন
টুকরো, মন চায় ফিরে পাওয়া অবেলার
জোয়ার, দেহের জোছনা,
জীবনের আঁধার এই
মুহূর্তে চায় পূর্ণ
পরিত্রাণ,
সম্ভবত সে এখন ঝুলন্ত নাগরদোলা,
ফেলে চলেছে আলোর রুমাল,
তারকের ভিড়ে খুঁজে
হৃদয়ে তার ভেঙে
পড়ার পথ,
চেয়ে রয় স্থির দৃষ্টে মন, বিস্তীর্ণ আকাশ !
-- শান্তনু সান্যাল
http://sanyalsplanet.blogspot.com/
creator of painting -IRENE FRANKEL
প্রণত নয়নে তার বালুকা বেলায়
অঙ্গীকারের কবিতা, প্রায়
রেখে যায় কিছু ম্লান
অস্পষ্ট শব্দের
খোল,
কুজনের রহস্য রোমাঞ্চ, সাঁঝের -
ক্লান্ত নিঃশ্বাস তুলে রাখে
তার পরিত্যক্ত
শল্কের কিছু
রঙ্গীন
টুকরো, মন চায় ফিরে পাওয়া অবেলার
জোয়ার, দেহের জোছনা,
জীবনের আঁধার এই
মুহূর্তে চায় পূর্ণ
পরিত্রাণ,
সম্ভবত সে এখন ঝুলন্ত নাগরদোলা,
ফেলে চলেছে আলোর রুমাল,
তারকের ভিড়ে খুঁজে
হৃদয়ে তার ভেঙে
পড়ার পথ,
চেয়ে রয় স্থির দৃষ্টে মন, বিস্তীর্ণ আকাশ !
-- শান্তনু সান্যাল
http://sanyalsplanet.blogspot.com/
creator of painting -IRENE FRANKEL