শুক্রবার, ২১ মার্চ, ২০১৪

পুনর্বহালের পথে - -

অবরোহী সন্ধ্যার আলোর পথে, দেখেছি 
তোমায় ক্লান্ত দেহে, ফিরে চলেছো 
একাকী নিজের গেহে, ওই 
আবছা অন্ধকারে, 
দরজার মুখে 
দাঁড়িয়ে 
কিছু ক্ষণ দেখেছি তোমায় ভাবতে, ওই 
আত্ম হিসাবের আছে, এক অদ্ভুত 
বিষন্ন সুন্দরতা, সব কিছু 
হারাবার, পরেও 
জিতের 
অনুভূতি, সারাটা দিনের অদৃশ্য যুদ্ধের 
পরে, বুকের শিবিরে ফিরে আসা, 
চার দেয়ালের মাঝে নিজের 
অস্তিত্বের সন্ধান !
অন্তরঙ্গ
সাথীদের সঙ্গে পুনশ্চ আপস-মীমাংসা,
জীবন তখন নি:সন্দেহে স্বার্থপর,
আগামী দিনের জন্য করে 
চলেছে নিজেকে 
প্রস্তুত !
পুনরায় স্বপ্নের মঞ্চে ধরে আনতে চায় 
পরিচিত কাউকে - - 

* * 
- শান্তনু সান্যাল 
http://sanyalsplanet.blogspot.com/
Charles Ethan Porter - óleo sobre lienzo - 1884