রবিবার, ১৩ এপ্রিল, ২০১৪

যা কিছুই ছিল - -

মৃগতৃষা অথবা জাগরস্বপ্ন, যা কিছুই 
ছিল তার ওই প্রণয়ী আভাস, 
জীবনের পথে, কিছু 
ক্ষণের জন্য 
ভরে 
গেছে পরিত্যক্ত ভাবনার আগ্নেয়গিরি 
গহ্বর, শেষ প্রহরের সুরভিত -
জাগরণ কিংবা চোখের 
পাতায় শিশিরের 
ফোঁটা, যা 
কিছুই ছিল তার বুকের কাছে আসা -
দেহ ও প্রাণের দহনে, কিছু 
মুহুর্তের জন্য ঝরিয়ে 
গেছে অনাহুত 
বৃষ্টি !
জীবনের পরিভাষা হঠাৎ ভাবে গেছে 
সে বদলিয়ে - - 

* * 
- শান্তনু সান্যাল 
http://sanyalsplanet.blogspot.com/
reflection of depth