মঙ্গলবার, ১৮ মার্চ, ২০১৪

খাঁটি চেহারা - -

উঠন্ত সূর্যের সবাই উপাসক, ডুবন্ত 
সূর্যের সাথী আঁধার ছাড়া 
কেউ ছিল না, তার 
অন্তিম আলোর 
সঙ্গে পাখি -
দের 
ঝাঁক উড়ে গেছে সুদুর কোন অশ্বত্থ 
গাছের চুড়ায়, তাদের প্রীতি -
অনুরাগের বিশুদ্ধতা 
কত ছিল বলা 
কঠিন,
সময়ের কষ্টিপাথরে ভেসে ওঠে নি -
কোনো জ্ঞাপন, আসলে সবাই 
বানিয়ে রাখে এক অদৃশ্য 
পরিমণ্ডল, বাহিরে 
আসে কখনো 
সখনো,
মুখে জড়িয়ে আকর্ষক ছদ্ম মুখোশ,
করে যায় আবেগের খেলা, ওই 
জীবন্ত অভিনয়ের 
ভূমিকায়  
খুঁজে 
পাই নি তোমার তথাকথিত খাঁটি 
চেহারা, তাই ভালবাসা চির -
দিনই রইলো ভাষা হারা,
কোনো দিন মুখর 
হয় ওঠে 
নি -

* * 
- শান্তনু সান্যাল  


http://sanyalsplanet.blogspot.com/
art by stan miller