রবিবার, ২৫ জুন, ২০২৩

নিখোঁজ নাবিকের আশায়

কাচিক মন নিয়ে দাঁড়িয়ে ছিলাম অনেক ক্ষণ,
যখন ভাঙলো তীরের মাটির স্তর, তখন 
দেখি নৌকো সরে গেছে বহু দূরে, 
মেঘেরা ছিল পরকীয় দেশী, 
কিছু সময় ছিল স্থির 
আকাশে, জাগিয়ে 
গেল অতৃপ্ত 
বাড়তি
তৃষা,
পারদর্শী পালকে লেখা ছিল মৌসুমের গান !
প্রবাসী প্রজাপতির ঝাঁক গেছে উড়ে,
উদাসীন উপবনে এখন পাতা 
ঝরার দিন, কুঞ্চিত নদীর 
বুকে পাষাণের স্তুপ,
জীবনের এই 
প্রান্তে 
রাত দীর্ঘ, আলগা, অগীত, তটহারা সংকীর্ণ 
প্রবাহ, তবু ও মনের ভাবনা মরতে 
চায় না, চেয়ে রয় তপ্ত গগনের 
পানে, করে বর্ষার আহ্বান
গাহে নিরদের মল্হার 
গান, জ্বালিয়ে 
রাখে  
আকাশের দীপমালা, সময়ের উধাত্ত বহিত্র,যদি 
ফিরে আসে এক দিন - - - 

-- শান্তনু সান্যাল
Storm ravaged ship Painting by Vladimir Bibikov