জেনেশুনে কন্টকপূর্ণ দেহে সর্বস্ব উপস্থাপন,
এখানে সকল যুক্তিবিজ্ঞান যায় শুন্যের
পথে, এক এমন শীত দহন যে
জ্বলে শিখা বিহীন
আগুনে !
ওই চরম বিন্দুর সোপানে ফুটে রয় বিরল -
অরণ্য কুসুমের বীথিকা, ঝরে গন্ধ
রঙের ধারা আকাশ হতে
বসুধার কোলে,
জীবনের
ঊষর অঞ্চলে, তখন নতুন স্বপ্নের উন্মেষ, -
তার প্রণয় অভিপ্রায় সেই মুহুর্তে
পরিপূর্ণতার পথে অগ্রসর,
নতুন পরিভাষার
সৃজন,
মৃত্তিকা ও অঙ্কুরের মাঝে এক অপূর্ব যুক্তি,
নব পল্লবের সম্ভাবনা !
* *
- শান্তনু সান্যাল
beauty and thorn