এমন কোনো লিখিত চুক্তি ছিল না
আমাদের মধ্যে, তা সত্তেও
সে পারি নি কোনো
দিন ঠকাতে
আমায়,
অবশ্যই, আমার কাছে ছিল না - -
এমন কোনো বিশাল সম্পত্তি,
কিংবা অদৃশ্য মোহের
বাঁধন, রূপ
রঙের
বাহার, তবুও জানি না কেন তার
চোখের গভীরে, প্রেমের বিম্ব
চিরদিনই উজ্জ্বল !
সময়ের ছায়া
কোনো
দিনই তাকে পারি নি করতে বর্ণ
হীন, বহুধা বিস্মিত চোখে
আমি চেয়ে রই তার
নিঃশর্ত প্রণয়ের
লীলা !
আর ভাবি, ওই মানুষটা তো বহু
দিন ধরে, জড়িয়ে আছে
আমার নিঃশ্বাস
নিজের
মাঝে তবুও দেখি তার বুকে নেই
কোনো অভিযোগ ! সহজ
ভাবে সে নিজের সাথে
আমার এলোমেলো
অস্তিত্বটা
বয়ে
চলেছে, ঠিক বন্য নদীর রূপে - -
মন্থর বেগে, পাথর ভরা
পৃষ্ঠতলে, সুদুর কোন
অজানা গন্তব্যে,
যথাবত,
* *
- শান্তনু সান্যাল
http://sanyalsplanet.blogspot.in/
Blue_Flowers
আমাদের মধ্যে, তা সত্তেও
সে পারি নি কোনো
দিন ঠকাতে
আমায়,
অবশ্যই, আমার কাছে ছিল না - -
এমন কোনো বিশাল সম্পত্তি,
কিংবা অদৃশ্য মোহের
বাঁধন, রূপ
রঙের
বাহার, তবুও জানি না কেন তার
চোখের গভীরে, প্রেমের বিম্ব
চিরদিনই উজ্জ্বল !
সময়ের ছায়া
কোনো
দিনই তাকে পারি নি করতে বর্ণ
হীন, বহুধা বিস্মিত চোখে
আমি চেয়ে রই তার
নিঃশর্ত প্রণয়ের
লীলা !
আর ভাবি, ওই মানুষটা তো বহু
দিন ধরে, জড়িয়ে আছে
আমার নিঃশ্বাস
নিজের
মাঝে তবুও দেখি তার বুকে নেই
কোনো অভিযোগ ! সহজ
ভাবে সে নিজের সাথে
আমার এলোমেলো
অস্তিত্বটা
বয়ে
চলেছে, ঠিক বন্য নদীর রূপে - -
মন্থর বেগে, পাথর ভরা
পৃষ্ঠতলে, সুদুর কোন
অজানা গন্তব্যে,
যথাবত,
* *
- শান্তনু সান্যাল
http://sanyalsplanet.blogspot.in/
Blue_Flowers