অনেক দিনের পরে - -
গায়ে, অনেক ক্ষণ চেয়ে থাকার পরে সে ফিরে
পেয়েছে চেতনা, ওই ঢুল ভাঙ্গার মুহুর্তে
রুক্ষ ভাবনারা জেগে উঠেছে
নিয়ে আবেগের অনেক
দিনের পিপাসা,
তার নয়ন
পাতের
কিনারায় বিন্দু বিন্দু জমে ছিল ঘনীভূত ভালবাসা,
অনেক সাধের স্বপ্ন খুঁজে চলেছে এক রাতের
চোখের পান্থশালা - -