অনেক সময় অনেক কিছুই বলতে চায় মন,
আশেপাশে তখন শ্রোতা বলতে শুধুই
থাকে নিজের একফালি ছায়া,
শুন্য দেয়াল, চেয়ে রয়
বিস্ময় ভাবে !
ওই ফাঁকা
কাগজের মুহুর্তে, তুমি শুধুই তখন কবিতার
প্রথম স্তবক, থেমে আছ যেন অনন্তকাল
ধরে, আর আমি গেছি, যেন ভুলে
সমস্ত ব্যাকরণের বিধান,
হারিয়ে চলেছি
তোমার
অনুরাগের চন্দ্রবিন্দুর মাঝে, অনবহিত - - -
জীবন, ভুলে চলেছে তখন আলো
আঁধারের মায়াবী খেলা !
তুমি কাছে না
থেকেও
করে যেতে চাও এমন সময়ে, আমার দেহ ও
প্রাণে, অসম্ভব ভাবে নিরঙ্কুশ রাজত্ব !
* *
- শান্তনু সান্যাল
http://sanyalsplanet.blogspot.com/
art by judith bell
আশেপাশে তখন শ্রোতা বলতে শুধুই
থাকে নিজের একফালি ছায়া,
শুন্য দেয়াল, চেয়ে রয়
বিস্ময় ভাবে !
ওই ফাঁকা
কাগজের মুহুর্তে, তুমি শুধুই তখন কবিতার
প্রথম স্তবক, থেমে আছ যেন অনন্তকাল
ধরে, আর আমি গেছি, যেন ভুলে
সমস্ত ব্যাকরণের বিধান,
হারিয়ে চলেছি
তোমার
অনুরাগের চন্দ্রবিন্দুর মাঝে, অনবহিত - - -
জীবন, ভুলে চলেছে তখন আলো
আঁধারের মায়াবী খেলা !
তুমি কাছে না
থেকেও
করে যেতে চাও এমন সময়ে, আমার দেহ ও
প্রাণে, অসম্ভব ভাবে নিরঙ্কুশ রাজত্ব !
* *
- শান্তনু সান্যাল
http://sanyalsplanet.blogspot.com/
art by judith bell