শুক্রবার, ৬ জুলাই, ২০১২

মৌন ভঙ্গের পরে - -

যে ভাবে চুপচাপ বসে আছো সম্মুখে, হয় ত 
কিছু ক্ষণে প্রাণ যাবে হারিয়ে, সিক্ত 
অধরে থেমে আছে আগত ঝড়
অপ্রত্যাশিত, নয়ন কোণে
অশনি সংকেত, যেন 
রাত যাবে ভেসে 
অজানা মহা 
প্লাবনে, 
কিছু ত বল, ঘিরে আসছে জবজবে আঁধার,
বুকে লয়ে স্বপ্ন হাজার, এই নীরবতার 
ভিতরে পারদর্শিত, নিশি পুষ্পের 
গন্ধে জড়ানো ভালবাসা 
চায় চলকে যেতে,
নিরুদ্ধ 
ভাবনার শিশু দৌড়িয়ে ভিজতে চায় যেন 
উন্মুক্ত সবুজ বৃষ্টিময় মাঠে - - 

- শান্তনু সান্যাল  
Indian monsoon
http://sanyalsplanet.blogspot.com/

কিঞ্চিত ভালবাসা 

সামনে থেকে সে গেছে চলে, কিঞ্চিৎ নবজাতক 
চাহনি দিয়ে, কিসের সংকোচ ছিল তার 
মনে, হয় ত সেই জানে, ওই এক 
নজরে কত যে সুরভিত 
অতীত হয় উঠলো 
জীবন্ত সে কি 
তা জানে, 
তার চোখের তিলে পৃথিবী আকাশ কোথায় - -
যেন মিলে, ওই মিলন বিন্দুর মাঝে 
কত কাহিনী আছে লুকায়ে,
কত সন্ধ্যার সোঁদালি 
গন্ধ, কত রাতের 
চন্দনময় 
সুবাস,
এতই সোজা পাস কেটে যাওয়া, তির্যক চোখে 
ফিরে চাওয়া, বলে যায় তার হৃদয়ের 
মন্থিত আবেগ হারিয়ে যায় নি 
এখনো - - 

- শান্তনু সান্যাল 


Oil Painting by Kathy O'Leary
http://sanyalsplanet.blogspot.com/