রবিবার, ১৭ মে, ২০১৫

অপঠিত প্রেম পত্র - -

যখন জীবনের পড়ন্ত বেলায় ভালবাসা
খুঁজে শীতকালের গোলাপী রোদ্দুর,
আর হারানো যৌবন বসে
রয় আরামকেদারায়
একাকী, ঠিক
এমন
সময়ে অলিন্দের এক কোনায় অযথাই
দাঁড়িয়ে থাকতে ভালোই লাগে,
যখন ঈশান কোণে মেঘের
দল ঘনিয়ে ওঠে বিন্দু
বিন্দু,তখন জানি
না কেন,
অজ্ঞাতসারে, আমি ছুঁয়ে দেখতে চাই - -
তোমার বুকের স্পন্দন, জানতে
চাই তার বাস্তবিক ভাষা,
ওই উঁচু নিচু রেখায়
বুঝতে চাই
জীবনের
মর্ম, আর দেখতে চাই ওই গোপন স্থান !
যেটা পড়ে রয় দাবিদারহীন নিয়তির
সাথে এক কিনারায়, নিজেকে
উজাড় করে ভালবাসা,
আমি আবার
ভরে দিতে
চাই সেই শুন্য জগৎ, অবশ্যই আমার - -
হাতে রয়েছে কয়েকটি মৌসুমের
সূচী আর তোমার পুরাতন
হাসির বর্ণমালা, ঠিক
যেন অপঠিত
প্রেম পত্র
বুকের সিন্দুকে খুব যতনে পাট করে রাখা
আছে বহু যুগ ধরে।

* *
- শান্তনু সান্যাল

art by irene sheri
 http://sanyalsplanet.blogspot.in/