দেহের সীমানা
নিষ্প্রভ আলোর মাঝে, তার অস্পষ্ট উপস্থিতি,
ঘিরে ছিল তাকে স্বপ্নীল পৃথিবী, তার অঙ্গ
প্রত্যঙ্গে ঝরে চলেছে তখন আসক্তির
নির্ঝরণী, সে যেন নবোদিত
নীহারিকা ; খুলে চলেছে
জ্যোতির্ময় বস্ত্র,
অগোছাল
ভাবে, হৃদয় তুলে রাখতে চায় উড়ন্ত ফুলের -
পাপড়ি ; শুন্য জীবনের হাতে, তাই
দেহ হয়ে যেতে চেয়েছে ; পাষাণী
বাঁধের সীমানা, তার উদ্দাম
ভালবাসার স্রোতে,
অনিয়ত তার
প্রবাহ ;
ভাসিয়ে গেছে বেবাক পুরুষালি বাঁধন নিমেষে,