সে এক সুসিক্ত অবস্থার প্রান্তবর্তী সীমা !
painting by Cathy June Arneson
নারী পুরুষ, রঙ্গ রূপ, জড় চেতন,
সত্য মিথ্যা, আসল নকল,
দৃশ্য অদৃশ্য, আকার
নিরাকারের
উপরে
উঠে, ছুঁয়ে যেতে চায় উদ্ভাসিত চূড়া, -
ওই শীর্ষ বিন্দুর দীপ্তির আগে
ধূমিল সমস্ত প্রকৃত -
কৃত্রিম আলো,
পৃথিবী
ব্যোম ও মহাসাগরের পরিধি যেখানে -
নিমিত্ত মাত্র, ভেসে যায় শুন্যে
অতীত, আজ, আগামী
কাল, জন্ম মৃত্যু,
রাগ বিরাগ,
প্রেম
ঘৃণা, গুপ্ত উন্মীলিত, পূর্ণ মায়াবী অন্তঃ
শীলার যবনিকা যায় উঠে ক্রমশঃ,
আমি তুমি, আপন পর,
সবাই পুরাদস্তুর
প্রকাশিত !
খুঁজে চলেছে স্খলিত ছদ্ম আবরণ - - -
- শান্তনু সান্যাল
http://sanyalsplanet.blogspot.com/