সোমবার, ১৫ এপ্রিল, ২০১৩

যাযাবর ধূমকেতু - -

রিক্ত আতরের শিশি খুঁজে হারানো প্রতিফলন !
বিবর্ণ আয়না নিরুত্তর, চেয়ে রয় শুধু 
জানালার পারে, সাঁঝের আকাশে 
আবার ভেসে উঠেছে কোন 
অজ্ঞাত কবির ব্যথা, 
অথবা মুছে 
ফেলা 
প্রেমের আল্পনা, কিছুই হতে পারে, জীবন - - 
চিরকাল অনিয়ত ! ভাবনার অনুরূপে 
কোনো দিনই চলে না, আসলে 
স্বপ্নের মায়া সর্বদা ঘিরে 
রয় আত্মচেতনে,
অনেক কিছু 
ছুঁতে 
চায় মন কল্পনার বাইরে, কখনো আঙ্গুলের 
ডগায় মেঘ, কখনো দুরে সরে যায় 
উড়ন্ত মেঘের ছায়া, বৃষ্টি ও 
মৃগ জলের মাঝে 
অনবরত 
এক 
সন্ধান, উচ্চ অভিলাষের ভিড়ে তার গুপ্ত 
সংকেত অথবা বলয় নিক্ষেপ, কখনো 
হৃদয় ! প্রণয় বৃত্তের ভিতরে 
আবার অনেক সময় 
গা ছুঁয়ে দূর 
গড়িয়ে 
যায় দিগন্তে, যাযাবর ধূমকেতু কিংবা - - 
তার ভালবাসা - - 
* * 
- শান্তনু সান্যাল 

evening-sky by melissa-kunz