শনিবার, ১ জুলাই, ২০২৩

স্পর্শানুভূতি - -

জীবন ছিল শূন্যে ভাসন্ত এক অগ্নি বলয়, 
অন্য গ্রহ হতে যেন চির বহিষ্কৃত,
আদি পৃথিবীর অনুরূপ,
নিয়ে দেহে বন্য 
অনল, 
অজ্ঞেয় প্রণয়ের সেই অবিরাম বর্ষায় - -
ভিজে কালান্তরে জীবন হলো 
শাপমুক্ত, এখানেই 
মানবতার 
উদয়,
সৃষ্টির পুনরায় রচনা, সভ্যতার সূত্রপাত,
অভিনব দিগন্তের পথে পাড়ি,
আদিম গুহার পাথরে 
মনের ভাবনার 
মনোরম 
নকশী,
চোখের ভাষায় কবিতার আবৃত্তি, আর্দ্র 
অনুভূতির রূপে অলিখিত 
লিপির আবিষ্কার,
নিজস্ব দুঃখ 
ছাড়া 
পরকীয় বেদনার স্পর্শানুভূতি - - - - - 
* * 
- শান্তনু সান্যাল 

artist Martin Johnson Heade