জানি না কে সে, মৃত অন্ধকার পেরিয়ে,
ক্লান্ত পায়ে, নিশীথের মায়া ভেঙে,
সদর দরজার মুখে দাঁড়িয়ে
রয় সারা রাত, বাহ্য
উঠোনের ধারে
রেখে যায়
গন্ধে মোড়ানো রঙীন খামে, কিছু অদৃষ্ট
স্বপ্নের চিঠি ! কিছু অভিনব আশার
লতা, প্লাস্টার খসা দেয়ালে
খুঁজে স্থায়ী ছাওনির
ঠিকানা, জানি
না কে সে
রাত্রি শেষে, কুয়াশায় ভেজা বুনো ফুলের
গায়ে, রেখে যায় অদৃশ্য বাউলের
একতারা, পাখিদের জাগরণে
খুঁজে জীবন তোমার
সিক্ত ভালবাসা,
জানি না
কারা ছিল শ্রীমন্ত, যারা খুঁজে পেয়েছে - -
দিব্য সুরের ধারা - -
* *
- শান্তনু সান্যাল
http://sanyalsplanet.blogspot.in/